৫০ টি গুরুত্বপূর্ণ গ্রিটিংস N5
১. おはよう ございます⇒ওহাইয়োউ গোজাইমাস্⇒ শুভ সকাল।
২. こんにちは⇒কোন্নিচিহা⇒শুভ দুপুর।
৩. こんばんは⇒কোনবান'ওয়া⇒ শুভ সন্ধ্যা।
৪. おやすみなさい⇒ওইয়া'সুমিনাসাই⇒শুভ রাত্রি।( ঘুমাতে যাওয়ার সময় বলতে হয়)।
৫. さょうなら⇒সা'ইয়োনারা⇒ বিদায়।
৬. おさきに しつれいします⇒ওসাকিনি সিৎসুরেই সিমাস্⇒ কাজ শেষ করে বিদায় নেওয়ার সময় বলতে হয়। (আমি আমার কাজ ইতিমধ্যে শেষ করেছি, এখন চলে যেতে চাচ্ছি)।
⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕⇕
৭. おつかれさまでした⇒ওৎসুকারে সামাদেসিতা ⇒ আমাদের সাথে কাজ করার জন্য ধন্যবাদ।
৮. すみません⇒সুমিমাসেন⇒ মাফ করবেন।
৯. ありがとう ございます⇒আরিগাতোউ গোজাইমাস্⇒আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০. どう いたしますて⇒দোউ ইতাসিমাসতে ⇒ ধন্যবাদের প্রয়োজন নেই। আপনাকে স্বাগতম।
১১. もういちど おねがいします⇒মোউ ইচিদো ওনেগাই'সিমাস্⇒ দয়াকরে আরেকবার বলুন।
১২. わかりますか⇒ ওয়াকারিমাসকা⇒বুঝতে পারছেন কি?
はい、わかります⇒হাই, ওয়াকারিমাস্⇒ হ্যাঁ, বুঝতে পারছি।
いいえ、わかりません⇒ইয়ে, ওয়া'কারিমাসেন ⇒ না, বুঝিনাই।
১৩. がんばって ください⇒গানবাত্তে কুদাসাই ⇒ ভালোভাবে চেষ্টা কর।
はい、がんばります⇒হাই, গানবারিমাস্ ⇒হ্যাঁ, ভালোভাবে চেষ্টা করব।
১৪. みて ください⇒মিতে কুদাসাই ⇒ দয়াকরে দেখুন।
১৫. きいて ください⇒ কিইতে কুদাসাই ⇒ দয়াকরে শুনুন।
১৬. いって ください⇒ইত্তে কুদাসাই ⇒ দয়াকরে বলুন।
১৭. かいて ください⇒কাইতে কুদাসাই ⇒ দয়াকরে লিখুন।
১৮. きりつ⇒কিরিৎসু⇒ আরামে দাড়ান বা সোজা হয়ে দাড়ান।
১৯. きをつけ⇒কি ও চুকে⇒সাবধান হওয়া।
২০. れい⇒ রেই⇒ মাথা নত করার জন্য প্রস্তুত হওয়া।
২১. すわって ください⇒সুওয়াত্তে কুদাসাই ⇒ দয়াকরে বসুন।
২২. おわりましょう⇒ ওয়ারিমাশোউ⇒ চল কাজ শেষ করি বা কাজ শেষ করা যাক।
২৩. しつれいします⇒সিৎসুরেই'সিমাস্⇒ আমি কি রুম ত্যাগ করতে পারি।
২৪. はいっても いですか⇒হাইত্তেমো'ই দেসকা⇒ আমি কি আসতে পারি।
২৫. ~せんせい、いま よろしいでしか⇒ সেনসেই, ইমা ইয়োরোসিই দেসিকা⇒ স্যার, আপনার কি একটু সময় হবে?
はい、よろしいです⇒ হাই, ইয়োরোসিই দেস্⇒হ্যাঁ, হবে।
いいえ、じかんが ない⇒ ইয়ে, জিকান গা নাই ⇒ না, সময় নাই।
২৬. いただきます⇒ইতাদাকিমাস্⇒ চল খাই।( খাওয়ার আগে বলতে হয়)।
২৭. ごちそうさまでした⇒গোচিসোউ সামাদেসিতা ⇒ খাবার প্রস্তুত করার জন্য ধন্যবাদ।
২৮. はじめて ください⇒হাজিমেতে কুদাসাই ⇒ দয়াকরে এখন শুরু করুন।
২৯. おわりました⇒ ও'ওয়ারিমাসিতা⇒ ইতিমধ্যে শেষ করেছি।
৩০. あつめて ください⇒আৎসুমেতে কুদাসাই ⇒ দয়াকরে সংগ্রহ করুন।( জিনিস, ডকুমেন্টস ইত্যাদি)।
৩১. だめです⇒দামেদেস্⇒ এটা ঠিক হয়নি। ( খারাপ)।
৩২. なまえ⇒নামায়ে ⇒ নাম।
৩৩. ばんごう⇒ বানগোউ⇒ সংখ্যা।
৩৪. クらス⇒কুরাসু⇒ ক্লাস বা গ্রুপ।
৩৫. きょかしょ⇒কিয়োকা'শো⇒পাঠ্যপুস্তক। (ট্রেক্স বুক)।
৩৬. しゅくだい⇒শুকুদাই⇒ হোমওয়ার্ক বা বাড়ির কাজ।
৩৭. テスト⇒ তেসুতো⇒ পরিক্ষা।
৩৮. ついし⇒চুইসি ⇒ মেরামত পরিক্ষা।
৩৯. しつもん⇒ সিৎসুমোন ⇒ প্রশ্ন।
৪০. こたえ⇒কোতায়ে ⇒ উওর।
৪১. ~ページ⇒পেজি ⇒ পেজ নম্বর।
৪২. みなさん / みんな⇒মিনাসান / মিন্না ⇒ সবাই।
৪৩. けんしゅうせい⇒ কেনশুউসেই⇒ প্রশিক্ষনার্থী।
৪৪. せんせい⇒সেনসেই⇒ শিক্ষক।
৪৫. リーダ⇒রিদা⇒ লিডার বা বস।
৪৬. サブリーダ⇒ সাবু রিদা ⇒ সাব লিডার।
৪৭. とうばん⇒ তোউবান ⇒কর্তব্যরত একজন ব্যক্তি।
৪৮. ホワイトボード⇒ হোওয়াইতো'বোদো⇒ সাদা বোর্ড।
৪৯. ラジオたいそう⇒রাজিও তাইসোউ⇒ সংগীতের সাথে ব্যায়াম করা।
৫০. がいしゅつとどけ⇒গাইশো চুতোদোকে ⇒ বাইরে যাওয়ার অনুমতিপত্র। বা গেইট পাস।
Post a Comment