তিন ধরনের বর্ণের সমষ্টিতে জাপানীজ ভাষা গঠিত।

১. হিরাগানা(ひらがな)২.কাতাকানা(カタカナ)এবং ৩.কাঞ্জি(漢字)।

হিরাগানা ও কাতাকানা: হিরাগানা ও কাতাকানা হলো উচ্চারণভিত্তিক অক্ষর।যার প্রতিটি অক্ষর দিয়ে একটি সিলেবল প্রকাশ পায়। হিরাগানা ইংরেজি বর্ণের, বড় অক্ষর ABC এবং কাতাকানাকে ছোট অক্ষর abc হিসেবে ধরা যায়। হিরাগানা জাপানীজ মুল শব্দগুলোর উচ্চারণভিত্তিক অক্ষর। আর কাতাকানা হলো বিদেশি শব্দের উচ্চারণভিত্তিক অক্ষর।


কাঞ্জিঃ কাঞ্জি হলো চায়নিজ অক্ষর,যা একাই একটি ভাবচিত্র। একেকটি অক্ষর একেকটি অর্থ প্রকাশ করে। 


 প্রাথমিক বর্ণমালা ৪৬ টি।

ঘোষ ধ্বনি ৫টি


যৌগিক ধ্বনি ২১টি।


যৌগিক ঘোষ ধ্বনি ১৫টি।



Post a Comment

Previous Post Next Post