だい5か ☞দাই’গোকা☞অধ্যায় ৫
やすみのひ☞ইয়াসুমিনো হি ☞হছুটির দিন।
303.ちかく☞চিকাকু☞কাছাকাছি,কাছে।
304.いちにち☞ইচি নিচি☞একদিন।
305.また☞মাতা☞আবার।
306.きょう☞কিয়োউ☞আজ।
307.あした ☞আসিতা☞আগামীকাল।
308.あさって☞আসাস্তে☞ আগামী পরশু।
309.きのう ☞কিনোউ☞ গতকাল।
310.おととい☞ওতোতোই☞ গত পরশু।
311.せんしゅう☞সেনশুউ☞ গত সপ্তাহ।
312.しゅうまつ☞শুউমাৎসু☞ সাপ্তাহিক কাল।
313.いえ☞ইয়ে☞ বাড়ি।
314.へや☞হোয়া☞ রুম,কক্ষ।
315.デパート☞দেপা-তো☞ ডিপার্টমেন্ট স্টোর।
316.びじゅつかん☞বিজুৎসুকান☞ শিল্প জাদুঘর।
317.ゲーム☞গে-মু☞ খেলা।
318. かぞく☞কাজুকু☞ পরিবার।
319.こいびと ☞কোইবিতো☞ প্রেমিক প্রেমিকা।
320.ともだち☞তোমোদাচি☞ বন্ধু।
321.ルームメイト☞রু-মুমেইতো☞ রুমমেট।
322.どこか (へ)☞দোকোকা☞কোথাও,থেকে।
323. あいます [あう]☞আইমাস☞ দেখা করা
324.つくります [つくる] ☞চুকুরিমাস☞ তৈরি করা।
325.かいもの・します [かいものする☞কাইমোনো-সিমাস☞ কেনাকাটা করা।
326.しょくじします [しょくじ・する☞শোকুজি’সিমাস☞ খাওয়া-দাওয়া করা।
327.せんたくします [せんたくする]☞সেনতাকু’সিমাস☞ কাপড় ওয়াশ করা বা পরিষ্কার করা।
328.そうじします [そうじする]☞সোউজি’সিমাস☞ রুম বা জায়গা পরিষ্কার করা।
329.それから☞সোরেকারা☞ তারপর।
330. ひとりで☞হিতোরিদে☞ একা বা নিজেই।
331.けさ☞কেসা☞ আজ সকালে।
332.せんげつ☞সেনগেৎসু☞ গত মাসে।
333.きょねん☞কিয়োনেন☞ এই বছর।
334.かぜ ☞কাজে☞ ঠান্ডা লাগা।
335.てんき☞তেনকি☞ আবহাওয়া।
336.ばんごはん☞বান গোহান☞ রাতের খাবার।
337.ふく☞ফুকু☞ বস্ত্র,পোশাক।
338.のぼります [のぼる]☞নোবোরিমাস☞ (পাহাড়ে) আরোহণ করা।
339.はいります [はいる]☞হাইরিমাস☞ প্রবেশ করা।
340.おんせんにはいります☞অনসেন নি হাইরিমাস☞ অনসেনে প্রবেশ করা।
341.いそがしい☞ইসোগাসিই☞ ব্যাস্ত।
342.おもしろい☞ওমোশিরোই☞ আকর্ষণীয়, মজাদার।
343.きもちがいい☞কিমোচি গা ইই☞ ভালো অনুভুতি, ভালো লাগা।
344.たかい☞তাকাই☞ দামি, ব্যায়বহুল।
345.パソコンはたかかったです☞পানকোন ওয়া তাকাকাত্তা দেস☞ কম্পিউটার ব্যায়বহুল ছিলো।
346.やすい☞ইয়াসুই☞ সস্তা।
347.たのしい ☞তানোসিই☞ উপোভোগযোগ্য, মজাদার।
348.むずかしい☞মুজুকাসিই☞ কঠিন।
349.かんたん(な) ☞কানতান (না)☞ সহজ।
350たいへん(な)☞তাইহেন (না)☞ ভয়াবহ, কষ্টকর।
351.ひま (な)☞হিমা (না)☞ অবসর সময়, ফ্রি সময়।
352.どうして☞দোউসিতে☞ কেন?
353.こんど☞কোনদো☞ পরবর্তী।
354.こんばん☞কোনবান☞ আজ রাতে।
355.ことし☞কোতোসি☞ এই বছর।
356.らいねん ☞রাইনেন☞ আগামী বছর।
357.アニメ☞আনিমি☞ অ্যানিমেশন,কাটুন।
358.え☞এ☞ ছবি।
359.けしき☞কেসিকি☞ দৃশ্য।
360.じてんしゃ ☞জিতেনসা☞ সাইকেল।
361.しゃしん☞শাসিন☞ ছবি।
362.とります [とる]☞তোরিমাস☞ গ্রহণ করা, (ছবি) তোলা।
363.かります[かりる]☞কারিমাস☞ ধার করা।
364.ほしい☞হোসিই☞ প্রয়োজন, ইচ্ছে।
365.すき(な)☞সুকি (না)☞ পছন্দ।
366.きらい (な)☞কিরাই(না)☞ অপছন্দ।
367.りょう☞রিয়োউ☞ ছাত্রাবাস।
368.いろいろ (な)☞ইরোইরো (না)☞ বিভিন্ন রকম।
369.また☞মাতা☞ আবার।
370.それはよかったですね☞সোরে ওয়া ইয়োকাত্তা দেসনে ☞ ওটা অবশ্যই ভালো ছিলো।
Post a Comment