だい9か☞দাই’কিয়োউকা☞অধ্যায় ৯

すきなこと☞সুকিনা কোতো☞আগ্রহের জিনিস।





604.はなし☞হানাসি☞আলাপ।

605.ミュージカル☞মিজুকারে☞বাদ্যযন্ত্র।

606.アクション☞আকুশোন☞এ্যাকশন(মুভি)

607.(お) かし☞(ও)কাশি☞ মিষ্টি। 

608.きって☞কিত্তে☞স্ট্যাম্প।

609.クラシック☞কুরাসিক্কু☞ ক্লাসিক (সংগীত)।

610.ポップス☞পোপ্পুসু☞ পপস (সংগীত)।

611.しょうせつ☞শোউসেৎসু☞ উপন্যাস। 

612.まんが☞মানগা☞কমিক বই,মাঙ্গা।

613.つり☞ছুরি☞ মাছ ধরা।

614.ドラマ☞দোরামা☞ নাটক।

615.プール☞পু-রো☞ পুকুর। 

616.さいきん☞সাইকিন☞ সাম্প্রতিক কালে।

617.~にち☞~নিচি☞ ~দিন।(দিন গণনা করা হয়)। 

618.~ しゅうかん☞~শুউকান☞~সাপ্তাহ। (সাপ্তাহ গণনা করা হয়)।

619.~かげつ☞~কাগেৎসু☞~মাস।(মাস গণনা করা হয়)।

620.~ねん☞~নেন☞~বছর। (বছর গণনা করা হয়)।

621.~かい☞~কাই☞~ সময়। (কত বার করেছ!! এটা গণনা করা হয়)।

622.~さつ☞~সাৎসু☞ বই গুলি। (বই গণনা করা হয়)।

623.~はい☞~হাই☞ কাপ (কাপ,গ্লাস গণনা করা হয়)।

624.~ぼん☞~বোন☞ লম্বা বস্তু গণনা করা হয়।

625.~りょうり (れい: イタリアりょうり)☞ ~রিয়োউরি☞রান্না।( ইতালির রান্না)। 

626.およぎます [およぐ]☞ওইয়োগিমাস☞ সাঁতার কাটা। 

627.かきます [かく]☞কাকিমাস☞ লেখা।

628.あつめます [あつめる]☞আৎসুমেমাস☞ সংগ্রহ করা, একত্রিত করা।

629.うんてん・します [うんてん・する]☞উনতেন -সিমাস☞ ড্রাইভার। 

630.とくに☞তোকুনি☞ বিশেষ করে।

631.いつも☞ইৎসুমো☞ সবসময়,সর্বদা।

632.よく☞ইয়োকু☞ প্রায়,বেশির ভাগ।

633.わたしはよくえい がをみます☞ওয়াতাশি ওয়া ইয়োকু এইগা ও মিমাস☞ আমি প্রায় সময় মুভি দেখি।

634.ときどき☞তোকি’দোকি☞ মাঝে মাঝে। 

635.あまり☞আমারি☞ তেমন না।

636.あまりテレビをみ ません☞আমারি তেরেবি ও মিমাসেন☞ তেমন ছবি দেখিনা।

637.ぜんぜん☞জেনজেন☞ কখনোই না।

638.でも☞দেমো☞ কিন্তু। 

639.だけ☞দাকে☞ শুধুমাত্র। 

640.イベント☞ইবেনতো☞ ইভেন্ট, ঘটনা।

641.コンテスト☞কোনতেসুতো☞ প্রতিযোগিতা। 

642.しょどう☞শুদোউ☞ ক্যালিগ্রাফি,লিপিবিদ্যা।

643.ダイビング☞দাইবিনগু☞ ডাইভিং।

644.ダンス☞দানসু☞ ডান্স, নাচ।

645.~クラブ (れい: ダンスクラブ)☞~কুরাবু (রেইঃ দানসু কুরাবু)☞ক্লাব( ডান্স ক্লাব)।

646.~きょうしつ (れぃ:しょどうきょ うしつ)☞ ~কিয়োউসিৎসু (রেইঃ শুদোউ কিয়োউসিৎসু)☞ স্কুল (ক্যালিগ্রাফি স্কুল)। 

647.ならいます [ならう]☞নারাইমাস☞ শেখা।

648.のります [のる]☞নোরিমাস☞ (পাহাড়ে) আরোহন করা।

649.はいります [はいる]☞হাইরিমাস☞ প্রবেশ করা।

650.ダンスクラブにはいります☞দানসু কিরাবু নি হাইরিমাস☞ ডান্স ক্লাবে প্রবেশ করা। 

651.もうしこみます [もうしこむ]☞ মোউসিকোমিমাস☞ আবেদন করা।

652.できます [できる]☞দেকিমাস☞ পাড়ি,করতে সক্ষম।

653.スキーができます☞সু-কি গা দেকিমাস☞ আমি স্কি করতে পারি। 

654.さんか・します [さんか・する]☞ সানকা- সিমাস☞ যোগদান করা, অংশগ্রহন করা।

655.すごい☞সুগোই☞ আশ্চর্যজনক।

656.いろいろ (な)☞ইরোইরোনা☞ বিভিন্ন রকম।

657.じょうずに☞জোউজু নি☞ ভালো ভাবে করতে সক্ষম।

658.うけつけ☞উকেৎসুকে☞ রিসিপশন ডেস্ক।

659.カード☞কা-দো☞ কার্ড। 

660.としょかんのカー ドをつくります☞ তোশোকান নো কা-দো ও চুকুরিমাস☞ লাইব্রেরীর কার্ড তৈরি করা।

661.がいこくじんとう ろくしょう☞ গাইকোকুজীন তোউরোকুশোউ☞ বিদেশিদের রেজিষ্ট্রেশন কার্ড। 

662.じゅうしょ☞জুউশো☞ ঠিকানা। 

663.しゅくだい☞শুকুদাই☞ বাড়ির কাজ।

664.でんわばんごう☞দেনওয়া বানগো☞ টেলিফোন নাম্বার। 

665.~ばん☞~বান☞ ~নাম্বার। 

666.いいます [いう]☞ইইমাস☞ বলা।

667.はらいます [はらう]☞হারাইমাস☞ বীল পরিশোধ করা।

668.おります [おりる]☞ওরিমাস☞ যানবাহন থেকে নামা।

669.みせます [みせる]☞মিসেমাস☞ প্রদর্শনী, কোন কিছু দেখা। 

670.よやく・します [よやく・する]☞ইয়োইয়াকু- সিমাস☞ রিজার্ভ করা।

671.どうやって☞দোউইয়াত্তে☞কিভাবে।

672.クラスメイト☞কুরাসুমেইতো☞ ক্লাসমেট, সহপাঠী। 

673.たのしみです☞তানোসিমি☞ মজাদার, আমি যেটা প্রত্যাশা করছি সেটা হয়েছে,। 

Post a Comment

Previous Post Next Post